ক্রীড়া প্রতিবেদক।। মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনুছখালী মাইজপাড়া উন্নয়ন যাত্রা সামাজিক কল্যাণ সংগঠনের আয়োজনে ১৮ ডিসেম্বর রাতে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সেমিফাইনালের ১ম ম্যাচে মহেশখালী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (এমকেএসপি) ২-১ সেটে মহেশখালী পৌরসভার সিকদার পাড়া টিমকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। খেলার ১ম সেটে এমকেএসপি ১৬ -৬ পয়েন্টে, ২য় সেটে সিকদার পাড়া ১৬- ১১ পয়েন্টে এবং ৩য় সেটে এমকেএসপি ১৬ -১১ পয়েন্টে জয়লাভ করে। শেষ পর্যন্ত এমকেএসপি ২-১ সেটে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়। এমকেএসপি টিমের হয়ে খেলেছেন মহেশখালী থানার পুলিশ (অপারেটর) একরাম ও মহেশখালী পল্লী বিদ্যুৎ অফিসের আলমগীর। এসময় উপস্থিত ছিলেন, ব্যাডমিন্টন খেলোয়াড় রবি, টুর্নামেন্ট কমিটির রুবেল, পুলিশ সুজাউল ও তুফান এবং শিশু খেলোয়াড় রাকিন । স্থানীয় দর্শকরা এমকেএসপি টিমকে বেশ উৎসাহ যুগিয়েছন।