Advertisement


মহেশখালীর কালারমার ছড়া ইউনুছখালীতে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সেমিফাইনালে এমকেএসপি ২-১ সেটে জয়লাভ করে ফাইনালে


ক্রীড়া প্রতিবেদক।।
মহেশখালী উপজেলার কালারমার ছড়া  ইউনুছখালী মাইজপাড়া উন্নয়ন যাত্রা সামাজিক কল্যাণ সংগঠনের আয়োজনে ১৮ ডিসেম্বর রাতে  ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সেমিফাইনালের ১ম  ম্যাচে মহেশখালী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (এমকেএসপি) ২-১ সেটে মহেশখালী পৌরসভার সিকদার পাড়া  টিমকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। খেলার ১ম সেটে এমকেএসপি ১৬ -৬ পয়েন্টে, ২য় সেটে সিকদার পাড়া ১৬- ১১ পয়েন্টে এবং ৩য় সেটে এমকেএসপি ১৬ -১১ পয়েন্টে জয়লাভ করে। শেষ পর্যন্ত এমকেএসপি ২-১ সেটে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়। এমকেএসপি টিমের হয়ে খেলেছেন মহেশখালী থানার পুলিশ (অপারেটর) একরাম ও মহেশখালী পল্লী বিদ্যুৎ অফিসের আলমগীর। এসময় উপস্থিত ছিলেন, ব্যাডমিন্টন খেলোয়াড় রবি, টুর্নামেন্ট কমিটির রুবেল, পুলিশ  সুজাউল ও  তুফান এবং শিশু খেলোয়াড়  রাকিন । স্থানীয় দর্শকরা এমকেএসপি  টিমকে বেশ উৎসাহ যুগিয়েছন।