রকিয়ত উল্লাহ ⬤
ওমানের সড়ক দুর্ঘটনায় মহেশখালীর এক প্রবাসী মারা গেছেন। শনিবার (২৫ জানুয়ারি ) বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৫ টার দিকে ওমানের পাহাড়ি অঞ্চল ইস্কোতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রবাসী মোহাম্মদ আলী(৫৫) মহেশখালী পৌরসভার গুলশান সোসাইটি এলাকার মৃত মোহাম্মদ শরীফের পুত্র।
নিহতের পুত্র মেহেদী হাসান শরীফ দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান- "আমার বাবা মো. আলী ওমানে বোরকা ও হিজাবের ব্যবসা করতেন। ব্যবসায়িক কাজে একটি কারযোগে ওমনের পাহাড়ি অঞ্চল ইস্কোতে পৌঁছালে একটি মালবাহী ট্রলি তাকে বহনকারী কারে ধাক্কা দেয়। এতে কারের চালক ও আমার বাবা মারাত্মক ভাবে আহত হয়। চালক ঘটনাস্থলে মারা যায় এবং আহত অবস্থায় স্থানীয়রা আমার বাবাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য ওমানের নিজুয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে আমার বাবার লাশ ওই হাসপাতালে রয়েছে।
নিহতের পুত্র মেহেদী হাসান আরও বলেন- "আমার বাবার লাশ দ্রুত ফেরত আনতে বাংলাদেশ ও ওমান দূতাবাসের সহযোগিতা কামনা করাছি। যাতে কোন ধরনের হয়রানি ছাড়া আমার বাবার লাশ দ্রুত সময়ে ফেরত আনতে সহযোগিতা করেন।
উল্লেখ্য, নিহত প্রবাসী মোহাম্মদ আলী পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্য বিয়ের আগে থেকে প্রায় ৩০-৩৫ যাবত সৌদি আরব, দুবাই ও ওমানে প্রবাস জীবন পার করেন। সর্বশেষ ৫-৬ বছর আগে ওমানে পাড়ি জামান। সেখানে নিজেই বোরকা, হিজাব এর দোকান খুলে বিভিন্ন এলাকা ও দেশে বোরকার অর্ডার নিয়ে ইনপুট-আউটপুটের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
নিহত প্রবাসী মোহাম্মদ আলীর ২ পূত্র ও ৩ কন্যা সন্তান রয়েছে। এদিকে মোহাম্মদ আলীর মৃত্যুর খবর শুনে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।