নিজস্ব প্রতিবেদক।। মহেশখালী উপজেলার কালারমার ছড়ার মিজ্জির পাড়া এলাকায় ব্যাটারচালিত ইজিবাইকের (টমটম) চাপায় মিজান মনি (৬) নামের এক শিশুর মর্মান্তিত মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুটির মাও আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশু মিজ্জির পাড়ার বাসিন্দা রবিউল আলমের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান- প্রধান সড়কে মিজ্জির পাড়া অংশে বিপরীত দিক আসা একটি বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশাকে পাশ দিতে গিয়ে ফুটপাতে উঠে যায় যাত্রীবাহি ইজিবাইক । এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি ফুটপাতে ধরে হাঁটা অবস্থায় মা ও ছেলের উপর উলটে পড়ে । এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। শিশুটির মুখ ও মাথা সম্পূর্ণ থেঁতলে যায়। ঘটনার পর সিএনজি চালিত টেক্সিটি চালিয়াতলীর দিকে দ্রুত পালিয়ে যায়, স্থানীয়রা টমটমটি আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
রকিয়ত উল্লাহ//