Advertisement


মহেশখালীতে চাঁদা না পেয়ে সরকারি কর্মচারী শহীদুলের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ


সংবাদদাতা।। মহেশখালীতে চাঁদা না পেয়ে সরকারি কর্মচারী শহীদুলের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ নিয়ে ভুক্তভোগী শহীদুল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে- একটি অসাধু সাইবার চক্র চাঁদা না পেয়ে মহেশখালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্টাফের বিরুদ্ধে ফেসবুকে নামে বেনামে ভূয়া ফেসবুক আইডি ও ফেসবুক পেইজ খুলে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে দীর্ঘদিন ধরে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যাচার করে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ভুক্তভোগী শহীদুল হাসান আর্থিক, পারিবারিক ও সামাজিক ভাবে মানহানিকর পরিস্থিতির মধ্যে পড়েন।

এ বিষয়ে ভুক্তভোগী মহেশখালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্টাফ শহীদুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- একটি সাইবার চক্র বিভিন্ন অযুহাতে নানা ভাবে তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল এবং নিয়মিত ভাবেই তাদের চাঁদা দিতে হবে বলে জানায়। চাঁদা না দিলে ফেসবুকে তার মানহানিকর ছবি ও ভিডিও ছড়ি দিবে বলেও হুমকি দেয়। এতে তিনি নিয়মিত মাসোহারা দিতে অস্বীকৃতি জানালে ডীপ ফেইক ছবি বানিয়ে ফেইসবুকে ছড়িয়ে দেয় এ চক্রটি। এতে তার মানহানি করা হচ্ছে এবং তিনি ও তার পরিবার সামাজিক ভাবে মর্যাদা ক্ষুন্ন অবস্থায় পড়েছে। এ অবস্থায় তিনি কোথাও বের হতে পারছে না বলে উল্লেখ করে তিনি এ নিয়ে দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

জানা যায়- শহীদুল হাসান মহেশখালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দীর্ঘদিন ধরে চাকরিরত। একটি মহল চাঁদার জন্য হুমকি দিয়ে আসছিল এবং চাঁদা না পেয়ে পরে ওই সাইবার চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি ছড়িয়ে সমাজে তাকে হেয়প্রতিপন্ন করার জন্য মর্যাদাহানির অপচেষ্টা করে যাচ্ছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সকল স্তরে লিখিত ভাবে জানাচ্ছেন এবং সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।