Advertisement


আজ মহেশখালী সমিতি-ঢাকা'র সাধারণ সভার বার্ষিক প্রতিবেদনে যা বলা হয়


নিজস্ব প্রতিবেদক।। মহেশখালী সমিতি-ঢাকা'র সাধারণ সভা ও মিলন মেলা চলছে। ঢাকার ধানমন্ডির নিউ সুগন্ধা কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

সভার বার্ষিক প্রতিবেদনে বলা হয়- ঢাকায় বসবাসরত মহেশখালীবাসীদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা, পরিচিত হওয়া, পরস্পরের সুখ-দুঃখের অংশীদার হওয়া, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য সৃষ্টি করা এবং মহেশখালীর মানুষের সার্বিক কল্যাণ সাধনের লক্ষ্য নিয়ে ২০১২ সালে মহেশখালী সমিতি-ঢাকা যাত্রা শুরু করে। আজ মহেশখালী সমিতি ঢাকা প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ করেছে।

সমিতি প্রতিষ্ঠার পর থেকে জীবন সদস্য ও তাদের পরিবার, ঢাকায় বসবাসরত মহেশখালীবাসী ও ঢাকায় অধ্যায়নরত মহেশখালীর ছাত্রদের অংশগ্রহণের মধ্যে দিয়ে মিলনমেলা, মেজবান, পিকনিক, ইফতার ও দোয়া মাহফিল, ২৯ এপ্রিল, ১৯৯১ স্মরণ ও দোয়া মাহফিল এবং জাতীয় দিবসগুলো পালন করে সমিতি তার কার্যক্রম ও সক্রিয় পদচারণা অব্যাহত রেখেছে।

মহেশখালী সমিতি বিভিন্ন সময়ে মহেশখালীর সমাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মহেশখালী অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে।

মহেশখালী সমিতি বিভিন্ন দূর্ঘটনা সহ ঢাকায় চিকিৎসা নিতে আসা অসহায় ও দরিদ্র মানুষকে চিকিৎসার জন্য সহায়তা দিয়ে পাশে থাকার চেষ্টা করেছে। বর্তমান কমিটি ২০২৩ সালে ঘুর্নিঝড় হামুন পরবর্তী মহেশখালীতে নিহত পরিবার, ঘরবাড়ি ক্ষতিগ্রস্থদের এবং কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় আর্থিক সহায়তা প্রদান করে। মহেশখালী সমিতি-ঢাকা সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীদের সহযোগীতায় উল্লেখিত সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মহেশখালীর জনগণের প্রতি তার অঙ্গীকার পূরণ করবার চেষ্টা করেছে। মহেশখালীর জনগণের সর্বাঙ্গীন কল্যাণ সাধনে মহেশখালী সমিতি-ঢাকা'র সদস্যবৃন্দের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়- মহেশখালী সমিতি-ঢাকা একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। গঠনতন্ত্র অনুসরণ করে মহেশখালী সমিতি তার কার্যক্রম পরিচালনা করে। বিভিন্ন সমাজিক এবং জনকল্যাণ কাজে সমিতির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং প্রবাসে বসবাসরত মহেশখালীর সর্বস্তরের জনগণের মধ্যে সংযোগ স্থাপন, সংহতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, সহমর্মিতা, সহানুভূতি, সম্প্রীতি, সৌহাদ্য সৃষ্টি, মহেশখালীর সার্বজনীন উন্নয়নে সচেষ্ট থাকা ও মহেশখালী সমস্যাবলী চিহ্নিত করে তার সমাধানে ভূমিকা রাখা, সমিতির সদস্যগণের মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে সাহিত্য সভা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা, মিলনমেলা, স্মরণসভা, পিকনিক ইত্যাদি বিনোদন ও শিক্ষামূলক কর্মসূচী প্রতিপালনের মাধ্যমে ঢাকার বুকে মহেশখালীবাসীর ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করেছে এবং জনগণকে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করতে সমর্থ হয়েছে। সমিতির দীর্ঘ ১২ বছরের পথ পরিক্রমায় মহেশখালী সমিতি-ঢাকা দেশের একটি অন্যতম সমাজিক সংগঠনে পরিণত হয়েছে। 

সভা থেকে সমিতির সফল অগ্রযাত্রায় যারা নিরলসভাবে কাজ করেছেন, সুসময় ও দুঃসময়ে সমিতির পাশে ছিলেন তাদের প্রতি সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। 

এদিকে সভা ও মিলন মেলায় সাবেক এমপি আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ও আলহাজ্ব এএইচএম হামিদুর রহমান আযাদসহ সমিতির সদস্যগণ। 

সভা থেকে সমিতির স্মারক ম্যাগাজিন নোঙর এর আনুষ্ঠানিক পাঠ উন্মোচন করা হয়। আজ নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।