রকিয়ত উল্লাহ।। কক্সবাজার-মহেশখালী নৌ পথে যাত্রী পারাপারের সময় মুখোমুখি দুইটি স্পীড বোটের সংঘর্ষ একটি স্পীড বোট ঢুবে গেছে। এসময় যাত্রীরা পানিতে ডুবে গেলে তাৎক্ষণিক ভাবে তাদেরকে উদ্ধার করা হয়। এসময় একজন নারী গুরুতর আহত হয়েছে এবং আরও কয়েকজন শিশুসহ আহত হয়েছে।
১১ জানুয়ারী সকাল ১১ টার দিকে মহেশখালী-কক্সবাজার চ্যানেলের বাঁকখালী মোহনায় এদুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার হেদায়েত উল্ল্যাহ। তবে আহতদের তাৎক্ষণিক ভাবে নাম পরিচয় জানা যায় নি। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা যায়।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার হেদায়েত উল্ল্যাহ বলোন-স্পীডবোট দুর্ঘটনায় একজন আহত হয়েছে শুনেছি। কি কারণে দুর্ঘটনা হয়েছে সে বিষয়ে আমরা আমরা খোঁজখবর নিচ্ছি।