বার্তা পরিবেশক।। চাকুরীর বাহনা দিয়ে ধলঘাটার এক কিশোরকে চকরিয়ায় নিয়ে অপহরণ করে মুক্তি পণের অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে গত ১৬ জানুয়ারী। উক্ত কিশোরকে উদ্ধারের জন্য চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় ধলঘাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা শহীদুল্লাহ্র স্ত্রী শাকেরা বেগম চকরিয়া থানায় লিখিত অভিযোগে জানান, একই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নাসির মুহাম্মদ ডেইল এর বাসিন্দা শফিউল আলমের পুত্র জিয়াবুল চাকুরী দেয়ার কথা বলে অভিযোগ কারীর ১৪ বছরের কিশোর শাওন ও তাকে গত ১৬ জানুয়ারী চকরিয়ায় নিয়ে যায়। অভিযোগ কারী উক্ত কিশোরের মা শাকেরা কে একটি দোকানের সামনে বসিয়ে রেখে কিশোর শাওন কে নিয়ে যায়। দীর্ঘ ক্ষণ ফিরে না আসায় জিয়াবুলের মোবাইলে ফোন করলে ফোন রিসিভ না করায় বাদীর সন্দেহ বেড়ে যায়। এক পর্যায়ে বিভিন্ন স্থানে তার কিশোর পুত্র শাওন ও জিয়াবুলের দেখা না পেয়ে এলাকায় ফিরে যায়। এ ঘটনা এলাকার বিভিন্ন জনকে জানালে কোন সমাধান না পাওয়ায় উক্ত কিশোর কে উদ্ধারের জন্য চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শাকেরা বেগম। উক্ত অভিযোগটি পেয়ে চকরিয়া থানার এস আই মোস্তাকিন চকরিয়াস্থ জিয়াবুলের ভাড়া বাসায় গিয়ে গত ১৮ জানুয়ারী অভিযান চালায়। অভিযান টের পেয়ে অভিযুক্ত জিয়াবুল পালিয়ে যায়।
এদিকে ঘটনা সত্যতা জানার জন্য অভিযুক্ত জিয়াবুলের ০১৮৭৮ ৬২২৮৫৫ নাম্বারে ফোন করলে মোবাইল টি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। অপরদিকে তদন্তকারী দারোগার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,অভিযোগ পেয়ে অভিযুক্ত জিয়াবুলের ভাডা বাসায় অভিযানের জন্য যান। অভিযান টের পেয়ে সে দরজায় তালা দিয়ে পালিয়ে যাওয়ায় মুল ঘটনা জানা যাচ্ছে না। তবে তদন্ত করা হচ্ছে। অপহরণের শিকার কিশোর শাওনের মায়ের চলছে বুক ফাটা আর্তনাদ।