Advertisement


মহেশখালীতে জেলেদের মানোন্নয়নে দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন


প্রেস বিজ্ঞপ্তি ⬤ 

তারুণ্যে উৎসব ২০২৫ উপলক্ষ্যে কক্সবাজারের মহেশখালীতে বোট মালিক ও জেলেদের মৎস্য আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

২৪ ও ২৫ জানুয়ারী (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপে জেলেদের নিয়ে এ প্রশিক্ষণ চলে। 

মৎস্য অধিদপ্তর বাংলাদেশের আয়োজনে এবং সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, মহেশখালী।

প্রশিক্ষণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগের উপপ্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান এবং কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান।

অপরদিকে বোট মালিক ও জেলেদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেন মহেশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম এবং মেরিন ফিশারিজ অফিসার মো. আলাউদ্দীন আহসান।

মৎস্য অফিসসূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে ২৫ জন করে তিন ব্যাচে ৭৫ জন জেলেকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়। উপকূলীয় ও সামুদ্রিক এলাকার জেলেদের মানোন্নয়নে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প কাজ করছে। এতে করে জেলেরা উপকৃত হচ্ছেন। 

প্রশিক্ষণে অংশ নেয়া আবুল হোসেন, বেলাল উদ্দিন, রাহমত উল্লাহ জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে সাগর থেকে মাছ আহরণের পর বরফ দিয়ে মাছ সংরক্ষণ করেন তারা। এতে করে তিন ভাগের এক ভাগ মাছ নষ্ট হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীনে পড়তে হয়৷ এই প্রশিক্ষণের মাধ্যমে তারা সঠিকভাবে মাছ পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে জেনেছেন। এসময় তারা প্রকল্পটি চালু রাখার জন্য মৎস্য অধিদপ্তরকে অনুরোধ জানান।