নিজস্ব প্রতিবেদক।। মহেশখালীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অসাধু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের নাম হয়ে উঠেছেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
নিত্যপণ্যের বিক্রয়মূল্যের তালিকা না থাকা এবং অতিরিক্ত মূল্য নেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ১০টি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। এছাড়া বাজার পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে বাজার পরিচালনা কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা জানান, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। মহেশখালী উপজেলা প্রশাসন সর্বদা সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে।”