Advertisement


ছোট মহেশখালীতে রাতে প্রেম করতে বাধ দেওয়ায় ক্ষিপ্ত বখাটের হাতে তরুণীর প্রতিবেশি খুন

 

নিজস্ব প্রতিবেদক।। মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে একটি বখাটে চক্রের হামলায় নুরুল নবী নামের এক ব্যক্তি খুন হয়েছে। নিহত ব্যক্তি দক্ষিণ মাইজপাড়া এলাকার জনৈক মোহাম্মদ ফরিদ এর পুত্র। 

জানা গেছে- দক্ষিণ মাইজপাড়া এলাকার এক তরুণীর সাথে একই ইউনিয়নের সিপাহীর পাড়া এলাকার এক যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, সে সম্পর্কের সূত্র ধরে গতকাল মধ্যে রাতে ওই যুবক গোপনে তরুণীর সাথে দেখা করতে আসে। এ সময় তরুণীর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে নারীর সাথে দেখা করতে আসা যুবককে আটক করে রাখেন। এক পর্যায়ে ওই যুবক ধস্তাধস্তি করে ওখান থেকে ছিটকে চলে যায়। ঘটনার কিছু সময় পর দলবল নিয়ে ফের ওই যুবক ঘটনাস্থলে এসে তরুণীর প্রতিবেশি নরুল নবীর উপর হামলে পড়ে। তার উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে তার বীরদর্পে চলে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত অস্থায় তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। নিহত নুরুল নবীর বয়স আনুমানিক ১৯ বছর বলে স্থানীয় বাসিন্দারা জানান।

এদিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানোর উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে। 

স্থানীয় বাসিন্দারা জানান- ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। 

মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানান- ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেফতার করতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।