শিল্প উপদেষ্টা মো: আদিলুর রহমান খান বলেছেন, 'আমরা অনেকবার সংগ্রাম করেছি, দেশের তরুণরা সংগ্রাম করে বিজয় অর্জন করেছে। কিন্তু সেই বিজয় হয়তো সবসময় ধরে রাখা যায়নি। সেই কারনেই পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মাঝে বই পড়ার আগ্রহ গড়ে তুলতে হবে।'
শনিবার বিকেলে কক্সবাজার বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন, 'বইকে সাথী বানাতে হবে। যেন আমরা আমাদের কাজটাকে বুঝতে পারি। বিশেষ করে নিজেদের চিনতে পারার জন্য, সংগ্রামকে ধারণ করার জন্য, নিজেদের ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরার জন্য এবং অন্যদের অনুপ্রাণিত করার জন্য।'
জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গনপুর্ত মন্ত্রণালয়ের সচিব মো: হামিদুর রহমান খান।
সমাপনী অনুষ্ঠানে মেলা উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপদেষ্টা।
জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্র ৯ দিনের এ বইমেলার আয়োজন করে। মেলায় গতকাল পর্যন্ত ১৩ লাখ ৬০ হাজার টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।