সালমান এম. রহমান, ঢাকা ।। মহেশখালী সমিতি-ঢাকা'র ২০২৫-২০২৭ সেশনের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আজ (শুক্রবার) সন্ধ্যায় ৩৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়ে প্রেস রিলিজ প্রকাশ করেছে মহেশখালী সমিতি-ঢাকা।
গত ৩১ জানুয়ারি বার্ষিক সাধারণ সভায় মোহাম্মদ আলীকে সভাপতি ও মোঃ রাশেদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
নির্বাচন কমিশনের সদস্য— জনাব মুহাম্মদ আতা উল্লাহ খান, জনাব জাহাঙ্গীর মোঃ মাহবুব উল্লাহ, জনাব সাজ্জাদ হেলাল উদ্দীন, প্রফেসর ডা. মোঃ সিরাজুল হক এবং জনাব আবদুল শুক্কুর (সিআইপি) সমিতির সকলের পরামর্শ ও মতামতের ভিত্তিতে ৩১ জানুয়ারী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
এরপর বিদায়ী কমিটির সভাপতি জনাব আব্দুল শুক্কুর সি আই পি এবং সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সহ নির্বাচন কমিশন, উপস্থিত অতিথি বৃন্দ এবং সমিতির সদস্য গণ নবনির্বাচিত সভাপতি সম্পাদককে ফুলেল শুভেচছা জানান।
পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) অনুমোদন করেছেন।
সমিতির নেতৃবৃন্দ আশা করেন যে, নতুন এই কমিটি ঢাকায় অবস্থানরত মহেশখালীর সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এবং সকল পেশাজীবীকে সম্পৃক্ত করে মহেশখালী সমিতি ঢাকা'র অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। নব উদ্যমে সমিতির কার্যক্রমের মাধ্যমে একতা, সহযোগিতা, সেবা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এছাড়া সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে শীঘ্রই পৃষ্ঠপোষক ও উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হবে বলেও জানিয়েছে মহেশখালী সমিতি-ঢাকা।
উল্লেখ্য মহেশখালী সমিতি-ঢাকা, ঢাকাস্থ মহেশখালীবাসীর একটি সামাজিক সংগঠন। ২০১২ সালে প্রতিষ্ঠা লাভ করার পর থেকে ঢাকাস্থ মহেশখালীবাসীদের মাঝে ভ্রাতৃত্ব, একতা, সেবা ও উন্নয়নে কাজ করে আসছে সংগঠনটি। ঢাকাস্থ মহেশখালীবাসীসহ মহেশখালীবাসীর যেকোনো প্রয়োজনে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিয়ে সহযোগিতামূলক সামাজিক কাজ করে আসছে মহেশখালী সমিতি-ঢাকা।