Advertisement


মহেশখালীর মাতারবাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে যুবকের মৃত্য


এম.এ.কে.রানা।। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে নুরুল আবছার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ট্যাংকে বিষাক্ত গ্যাসের আধিক্য ও অক্সিজেন শুণ্যতায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

১৯ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১টায় উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন তিতামাঝির পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

নিহত নুরুল আবছার ওই পাড়ার আমির হোসেন এর পুত্র। তিনি পেশায় দিনমজুর। 

স্থানীয়রা জানান- এলাকার জনৈক জাফর আলমের বাড়ির একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য নুরুল আবছারকে ভাড়া করেন মন্তু নামের এক নারী। সকাল সাড়ে ৯টার দিকে ওই বাড়ির ট্যাংক পরিষ্কার করতে নামেন আবছার। পরিষ্কার করা অবস্থায় সেপটিক ট্যাংকের ভেতরে চিৎকার দিতে থাকলে বাড়িতে থাকা মহিলারা পাশ্ববর্তী লোকজন ডেকে আনেন। পরে স্থানীয়রা সেপটিক ট্যাংক থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেপটিক ট্যাংকে থাকা বিষাক্ত (মিথেন) গ্যাসে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। 

মহেশখালী থানার অফিসার ইন-চার্জ(ওসি) মোহাম্মদ কাইছার হামিদ মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। মৃত্যুর ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

জানা গেছে- মাটির নিচে গর্ত দীর্ঘদিন আবদ্ধ থাকলে তার ভেতর নানা ধরনের ক্ষতিকারক বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাই অক্সাইডসহ সালফারের অন্যান্য গ্যাস, মিথেন, এমনকি বিষাক্ত কার্বন মনোক্সাইড তৈরি হতে পারে। বদ্ধ থাকায় এসব গ্যাস ক্রমে ঘন হতে থাকে এবং সেই সঙ্গে অক্সিজেন কমতে কমতে একেবারে শূন্য হয়ে যেতে পারে। মানুষ এসব অক্সিজেনশূন্য গর্তে ঢুকলে দ্রুত জ্ঞান হারিয়ে মৃত্যু মুখে পড়েন।