Advertisement


বড় মহেশখালীতে মোটর ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য


নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা গ্রামে একটি মোটর ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহতের নাম আলমগীর (২৫)। 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় স্থানীয়রা মোটর ঘরের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আলমগীরের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। তবে এ ঘটনায় এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা প্রয়োজন।

উল্লেখ্য, কয়েক মাস আগেও একই এলাকায় কায়ছার নামে এক যুবককে হত্যা করা হয়েছিল। পরপর দুটি রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মহেশখালী থানার ওসি (অফিসার ইন-চার্জ) বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও খুনের ঘটনা হলে দ্রুত দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।