বিশেষ সংবাদদাতা।। দেশজুড়ে 'অপারেশন ডেভিল হান্ট' এর অংশ হিসেবে মহেশখালী থানা পুলিশের অভিযানে উপজেলা যুবলীগ নেতা ও কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. শেখ কামাল গ্রেফতার হয়েছে। আজ (১১ ফেব্রুয়ারি) একটু আগে (সন্ধ্যা ৬টা) তার কুতুবজোমের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. কায়ছার হামিদ গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন- তার নেতৃত্বে মহেশখালী থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় তার মামলা রয়েছে, আর কি কি মামলা আছে তা খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
সূত্র জানিয়েছে -কক্সবাজার সদর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা হওয়ার পর তিনি অনেকটা আত্মগোপনে চলে যান। পুলিশ বিশেষ সূত্র ব্যবহার করে তার অবস্থান ও গ্রেফতার নিশ্চিত করেন। তার বিরুদ্ধ বন আইনেও মামলা রয়েছে বলে জানা যাচ্ছে, তবে তা দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। সন্ধ্যার ইউনিয়নটির দৈলার পাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শেখ কামাল গত ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তথা নৌকা প্রতীক নিয়ে কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘ দিন তিনি মহেশখালী উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এর দায়িত্ব ছিলেন এবং বর্তমান কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
আপডেট//এমআর