Advertisement


কক্সবাজারে ভুয়া কাজী গ্রেপ্তার

কাজী পরিচয়ে প্রতারণার অভিযোগে রমিজ কামাল (২৭) নামের ভুয়া কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে শহরের লাল দীঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক টেকনাফের হোয়াইক্যং ওরি আমগাছ তলা এলাকার আক্তার কামাল নুরীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন ও আশপাশের বিভিন্ন এলাকায় সরকারের অনুমোদন ছাড়াই বিবাহ নিবন্ধনের নকল বালাম বই ও সিল তৈরি করে বাল্যবিবাহসহ নিকাহ নিবন্ধন করে আসছিলেন এই ভুয়া কাজী রমিজ। এছাড়াও তিনি বিভিন্ন আবাসিক হোটেল ও বাসা বাড়িতে গিয়ে গোপনে বিয়ে পড়াতেন।

স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তার রমিজ কামাল কাজী পরিচয় ও ঘটকালির প্রতারণা করে শত শত পরিবারের কাছ থেকে কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এরই মধ্যে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের আশ্বাসে অনেক স্কুল-কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর সাথে প্রতারণাও করে আসছেন। নিজেকে একেক জায়গায় একেক পরিচয় দিয়ে এ পর্যন্ত বহু নারীর সর্বনাশ করার অভিযোগও অহরহ। তার এসব প্রতারণার কারণে বহু প্রবাসীর স্ত্রীর সংসার ভাঙার জনশ্রুতিও রয়েছে। বিয়ের পাশাপাশি সর্বস্বান্ত করেছে অনেক মেয়ের পরিবারকে। তার বাড়িতে অভিযান চালালে শত শত নকল নিকাহ্ রেজিস্ট্রার বইসহ বহু আলামত জব্দ করা যাবে বলে দাবী স্থানীয়দের।

তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার এসআই মিঠুন। তিনি জানান, কোন রেজিস্ট্রেশন নেই। তিনি বিভিন্ন সময় অবৈধভাবে বাল্যবিবাহসহ আইন বহির্ভূত বিয়ে পড়িয়ে আসছিলেন। এ ঘটনায় কাজী সাইফুদ্দিন নামে একজন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।