সমাবেশে বক্তৃতারা বলেন- কঠিন আইনের মাধ্যমে দ্রুত সময়ে ধর্ষকেদের কঠোর শান্তি নিশ্চিত করতে হবে। আগামীতে প্রশাসনকে আরও কঠোরহস্তে নারী ও শিশুদের নিরাপত্তা দিতে হবে।
১২ মার্চ (বুধবার) বিকেল সাড়ে ৩ টায় কক্সবাজার পৌরসভা চত্বরে জেলা খেলাঘর সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন উত্তর প্রতিবাদ সমাবেশে বক্তৃব্য রাখেন- খেলাঘর কর্মকর্তা আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, করিম উল্লাহ কলিম, ধ্রুবসেন দে, রাজিব দেব দাশ, আরাফাত সাইফুল আদর, কানন বড়ুয়া বিশাল, হায়দার নেজাম, আমান উল্লাহ প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা আরো বলেন- আজকের শিশুরা আগামী দিনের বাংলাদেশ, শিশু ধর্ষণ, হত্যা, শোষণ , নিপীড়ন ও নির্যাতন নিরোধে আরও কঠিন আন্দোলন গ্রহণ করে শিশু অধিকার আদায়ে মাঠে থাকবে খেলাঘর। সম্প্রতি ঘটে যাওয়া সকল ধর্ষণ নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোসহ শিশুদের পূর্ন নিরাপত্তা ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ত্বরান্বিত করতে অন্তরবর্তী সরকারের কাছে আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।