বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর ফরিদ দৃঢ় কণ্ঠে বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরই এই সরকারকে নির্বাচন দিতে হবে। কারণ জনগণ ১৭ বছর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার ময়দানে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোকতার আহমদের সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক এম আবুল কাশেম এর সঞ্চালনায় বিশাল গণ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ এ কথা বলেন।
তিনি আরো বলেন- কক্সবাজার জেলায় ৪টি সংসদীয় আসনের মধ্যে দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়া হচ্ছে বিএনপির ঊর্বর ঠিকানা। ধানের শীষের শক্ত ঘাঁটি এই জনপদের মানুষ খালেদা জিয়া আর তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার জন্য আগ্রহে রয়েছে। বিএনপির সরকার প্রতিষ্টা হলে মহেশখালী কক্সবাজার নৌপথে সেতু নির্মাণ হবে বলেও ঘোষণা দেন তিনি।
বিকাল ৩টায় শুরু হওয়া সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি রুহুল কাদের বাবুল, পৌর বিএনপি'র সাবেক সভাপতি এডভোকেট হামিদুল হক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাস্টার আবদুল মান্নান, শাপলাপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কুতুবজোম ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাওলানা শফিউল আলম, উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল করিম, ছোট মহেশখালী ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বাঁশি, উপজেলা হেফাজত ইসলামের সদস্য সচিব মাওলানা সোলাইমান, হোয়ানক ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সালাহ উদ্দিন টিপু, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন রতন, বড় মহেশখালী ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি এস এম সাজেদুল হক বিএ ও সাধারণ সম্পাদক দলিলুর রহমান মেম্বার, কালারমার ছড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি ইকবাল বাহার চৌধুরী, হোয়ানক ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক রমিজ আলম, মাতারবাড়ি ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক গোলাম মোস্তফা ছৈদর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনছার উল্লাহ বিএ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম বি কম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক নাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ডালিম, মাতারবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুন্নবী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাফুজুর রহমান, সদস্য আসাদ উল্লাহ হেলালি, জহিরুল ইসলাম, মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল, হোয়ানক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ খান আজাদ, মাতারবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম শাওন, যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ নয়ন, যুগ্ম আহ্বায়ক আসমাউল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম কমিশনার, সাবেক ছাত্রনেতা আবু তাহের, কুতুবজোম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুদুল ইসলাম মাসুদ, হোয়ানক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাওলানা ফোরকান আহমেদ, বড় মহেশখালী ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম মেম্বার, মাতারবাড়ি ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন মজিদী, বিএনপি নেতা বাবর চৌধুরী, যুবদল নেতা ইমতিয়াজ হাসান, ইয়াছিন আরাফাত, নুর মোহাম্মদ, সেলিম উল্লাহ, বেলাল উদ্দিন খোকা, কলেজ ছাত্রদলের সভাপতি একরামুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন চৌধুরী, তায়েব ইলাহী সিকদার, পৌর ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বাবুল, সদস্য সচিব আলা উদ্দিন, হোয়ানক ছাত্রদলের সভাপতি সোহেল সিকদার, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, শহীদুল ইসলাম শহীদসহ বিএনপি যুবদল ছাত্রদল কৃষকদল জাসাস তাঁতীদলের নেতৃবৃন্দ।
বিকালের পর থেকে বিভিন্ন ওয়ার্ড় থেকে যুবদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে আসতে শুরু করে। একপর্যায়ে বড় মহেশখালীর নতুন বাজার জনসমাগমে পুর্ণ হয়ে বাজারের সমস্ত অলিগলিতে লোকে লোকারন্য হয়ে যায়।শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আলমগীর ফরিদ এর নামে শ্লোগানে মুখরিত সমাবেশটি অনেকটা নির্বানচনী জনসভায় পরিণত হয়।