আমিনুল হক।। বাংলাদেশ পুলিশ (পুরুষ ও নারী) ভলিবল চ্যাম্পিয়নশীপ ২০২৫ এর চট্টগ্রাম রেঞ্জের ভলিবল টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে।
জেলা পুলিশ কক্সবাজারের আয়োজনে ২২ এপ্রিল পুলিশ লাইন্স কক্সবাজার মাঠে এ ভলিবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ সাইফ উদ্দীন শাহীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অব) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (অর্থ ও প্রশাসন) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত আরআই মোঃ দেলোয়ার হোসেন। এছাড়াও জেলা পুলিশের কর্মকর্তা, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্যগণ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ টুর্ণামেন্টে পুরষ বিভাগের ৯ টি দল ও নারী বিভাগের ২ টি দল মোট ১১টি দল অংশ নিচ্ছেন। পুরুষ বিভাগের দল গুলো হলো- কক্সবাজার জেলা, ফেনী জেলা, বান্দরবান জেলা, চট্টগ্রাম জেলা, নোয়াখালী জেলা, খাগড়াছড়ি জেলা, আরআরএফ চট্টগ্রাম, চাঁদপুর জেলা, কুমিল্লা জেলা। নারী বিভাগের দল গুলো হলো- বান্দরবান জেলা ও খাগড়াছড়ি জেলা।
উদ্বোধনী ম্যাচে কক্সবাজার জেলা দল ২-০ সেটে ২৫-১২ পয়েন্ট ও ২৫-১২ পয়েন্টে ফেনী জেলা দলকে হারিয়ে শুভ সূচনা করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।
খেলায় রেফারি ছিলেন আবদুল হামিদ ও আমিনুল হক, স্কোরার ছিলেন ছৈয়দ করিম।