মানববন্ধনে কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এখলাসুর রহমান, মহেশখালী উপজেলা জামায়াতের আমির মাস্টার নজরুল ইসলাম, মহেশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আবছার,স্থানীয় ইউপি সদস্য ওসমানগণি, যুবদল নেতা আলমগীর, মাস্টার শামশুল আলমসহ অনেকেই বক্তব্য রাখেন।
গত ১৪ এপ্রিল সকালে ১০ টায় রাজনীতি নিয়ে সামান্য কথা-কাটাকাটি জেরে কালারমার ছাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক অমিত হাসান ও কালারমার ছাড়া ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ রশিদের সাথে হাতাহাতি হয়। পরে ছাত্রলীগ নেতা অমিত হাসানের ভাই যুবলীগ নেতা কামরুল হাসান ও হেলালের নেতৃত্ব হামলা চালিয়ে লাঠি ও লোহার লড় দিয়ে পিটিয়ে রশিদকে হত্যা করা হয়৷ হত্যায় সহযোগিতায় ছিলো বেশ কয়েকজন নারী। এ ঘটনায় স্থানীয়রা কামরুল হাসানকে আটক করে পুলিশকে সোপর্দ করে।
খুনের ঘটনায় নিহতের স্ত্রী খুরশিদা বেগম বাদি হয়ে ৮ জনকে আসামি করে একটি মামলা করে। ঘটনায় পুলিশ কাউকে নিজ উদ্যোগে নতুন করে আটক করতে পারেনি- ফলে খুনিদের আইনের আওতায় আনার জন্য শত শত নারী পুরুষ এ মানববন্ধনের আয়োজন করেন।