Advertisement


অবশেষে সি-বাস! মহেশখালীর স্বপ্ন এখন সমুদ্রপথে বাস্তব


নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজার-মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সি-বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার ঘাট থেকে মহেশখালীর উদ্দেশ্যে ট্রায়াল রানে ছেড়ে যায় একটি ফেরি। এ সি-বাস চালুর খবরে দ্বীপ উপজেলা মহেশখালীর ঘাটে স্থানীয়দের মাঝে দেখা যায় ব্যাপক আগ্রহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে ১০ কিলোমিটার দীর্ঘ এই নৌরুটে ফেরি চালুর দাবি বহুদিনের। 

সম্প্রতি ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্টের পর উদ্যোগটি বাস্তবায়নের পথ পায়। আজ তারই অংশ হিসেবে পরীক্ষামূলক যাত্রা শুরু হলো।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, “আজ থেকে কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলকভাবে সি-বাস চালু হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনও শিগগির হবে।”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন বলেন, “দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তব রূপ পেয়েছে। এই সি-ট্রাক চালু হওয়ায় মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে।”

জে. জাহেদ//