আজ ১ এপ্রিল সকাল সাড়ে ১১টায় মহেশখালী উপজেলা পরিষদ-এর উপজেলা পরিষদ-এর সম্মেলন কক্ষে মহেশখালীর জেটিঘাট ব্যবস্থাপনা, পর্যটন সম্ভাবনা সৃষ্টি ও শিক্ষার মানোন্নয়নসহ প্রাসঙ্গিক বিষয়ে মহেশখালী উপজলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়ত উল্যহ্'র সাথে এক ফলপ্রসু মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল হাশেম উপসচিব, এ টি এম কামরুল ইসলাম-সিনির সহকারী সচিব পরিকল্পনা মন্ত্রনালয়, মোহাম্মদ জয়নাল আবেদীন -সাবেক উপজেলা চেয়ারম্যান মহেশখালী উপজেলা, আব্দুস শুক্কুর সিআইপি, সাবেক সভাপতি মহেশখালী সমিতি -ঢাকা ও বর্তমান সভাপতি কক্সবাজারস্থ মহেশখালী সমিতি, মোহাম্মদ আলী -সভাপতি মহেশখালী সমিতি-ঢাকা, মোহাম্মদ সরওয়ার কামাল -সভাপতি মহেশখালী পেশাজীবী সমিতি চট্রগ্রাম, মোহাম্মদ জাবেদ আল মামুন-সহ সভাপতি মহেশখালী সমিতি-ঢাকা, মোঃ রাশেদুল ইসলাম সাধারণ সম্পাদক -মহেশখালী সমিতি -ঢাকা, মোঃ নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মহেশখালী পেশাজীবী সমিতি-চট্রগ্রাম, আইয়বুর রহমান সাধারণ সম্পাদক কক্সবাজারস্থ মহেশখালী সমিতি, ড. আবু সালেহ কিবরিয়া, প্রফেসর, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, মোহাম্মদ জয়নাল আবদীন সভাপতি মহেশখালী প্রেস ক্লাব, শাহরিয়ার ইয়ামিন যুগ্ম সদস্য সচিব গণতান্ত্রিক ছাত্র সংসদ, আকিল বিন তালেব, যুগ্ম সদস্য সচিব, গণতান্ত্রিক ছাত্র সংসদ, আবু হানিফ নোমান যুগ্ম আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন, চট্টগ্রাম মহানগর, মুহাম্মদ আবুবকর শিবলী, শিক্ষক প্রতিনিধি আরিফুল ইসলাম সভাপতি কুহেলিয়া, নাহিদ আল নোমান বিশিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী ও সমাজকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনার বিষয়ে মহেশখালীর কৃতিসন্তান সরকারের উপসচিব মোহাম্মদ আবুল হাশেম জানিয়েছেন- "আলোচনায় আমরা কিছু দীর্ঘমেয়াদি, কিছু মধ্যমেয়াদী ও কিছু ইমিডিয়েট করণীয় সম্পর্কে প্রস্তাবনা তুলে ধরি যেগুলোর অধিকাংশই উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন।
১। স্পীড বোট ড্রাইভার, জেটিঘাট ব্যবস্থাপনা কর্মী ও জেটিঘাট থেকে পর্যটন স্পটগুলোতে যাত্রীসেবা প্রদানকারী টমটম ড্রাইভারদের পোষাক পরিধান নিশ্চিত করা। মহেশখালী সমিতি, ঢাকা ও পেশাজীবী সমিতি অর্থায়ন করবে।
২। টোকেন সিস্টেমে আগে আসলে আগে সার্ভিস পাবেন ভিত্তিতে যাত্রী পারাপার নিশ্চিত করা।
৩। জেটি এলাকায় সিসিটিভি সংযুক্ত করা। বিদ্যমান দোকানগুলো উপরের দিকে সরিয়ে দিয়ে যাত্রীদের বসার জন্য টেকসই আসনব্যবস্থা নিশ্চিত করা। দুই সমিতি খরচ বহন করবে।
৪। গণপরিবহন ( টেকসই ছাউনিযুক্ত বোট/ সীট্রাক) চালুর বিষয়ে প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। দুই সমিতি প্রয়োজনে ইনভেস্ট করবে। যাত্রী পারাপারে নিয়োজিত বিদ্যমান সমিতিগুলোর সাথে সমন্বয় সাধন করিয়ে দিবে উপজেলা প্রশাসন
৫। ফেরি সার্ভিসের জন্য দুই সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্য প্রতিনিধিবর্গের মন্ত্রণালয়ে আবেদনের প্রেক্ষিতে পরবর্তী করণীয় বিষয়ে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করবে।
৬। যাত্রী পারাপারে নিয়োজিত স্পীড বোট মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে উন্নততর ব্যবস্থাপনা নিশ্চিতে আজকের সভার প্রতিনিধিদলের সমন্বয় মিটিং করিয়ে দিবেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত থাকবেন।
৭। টমটম ড্রাইভারদের প্রশিক্ষণ প্রদান এবং পর্যটকদের সাথে সুন্দর আচরণের জন্য প্রশিক্ষণের মাধ্যমে মটিভেট করা
৮। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত পাঠদানে সমস্যা চিহ্নিতকরণ ও ম্যানেজমেন্ট কমিটির সাথে প্রিন্সিপাল/প্রধান শিক্ষকের দ্বন্দ্ব বা শিক্ষকদের সাথে ম্যানেজমেন্টের দ্বন্ধের কারণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এবিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।"