রবিবার এ উপলক্ষে কোরানখানি, জিয়ারত, মিলাদ, স্মরণ সভা, আলোচনা সভা, দোয়া মাহফিল, এতিম ও দুস্তদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দুপুরে বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ার পাশা চৌধুরী উচ্চ বিদ্যালয় এর যৌথ উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সম্মিলিত সম্মেলন কক্ষে প্রধান শিক্ষক এম হুমায়ুন কবির আজাদ এর সভাপতিত্বে এক স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে খতমে কোরআন শেষে শিক্ষক-শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে মরহুমের কবর জিয়ারত সম্পন্ন করেন এবং পরে তারা আলোচনা সভায় মিলিত হন। সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মকছুদ আহমদ, সহকারী অধ্যাপক সরওয়ার কামাল মঞ্জু, মিঠু চন্দ্র পাল, আনোয়ার পাশা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর ফয়সাল, সহ প্রধান শিক্ষক নুরুল হক, মোহাম্মদ আলা উদ্দিন, সহকারী শিক্ষক ফরিদুল আলম, আবু মুহাম্মদ সুফিয়ান, বক্তব্য রাখেন মরহুম আনোয়ার পাশা চৌধুরীর দৌহিত্র মুশফিক আনোয়ার চৌধুরী, উপস্থিত ছিলেন মরহুম আনোয়ার পাশা চৌধুরীর দৌহিত্র জাহিদ হাসান তুহিন, আনাস বিন হানিফ নাহি।
শেষে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফরিদুল আলম।
এছাড়াও শিক্ষক- শিক্ষার্থীরা মরহমের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন।
সভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের প্রতি আলোকপাত ও স্মৃতিচারণ করে তার শুণ্যতায় অপুরণীয় ক্ষতির কথা উল্লেখ করেন।
এদিকে মরহুম আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরীর প্রতিষ্ঠা করা মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আলাদা ভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পারিবারিক ভাবেও দিবসটি উপলক্ষ্যে বিশেষ দোয়া আয়োজন করা হয়।