শেষ মুহূর্তের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে উল্লেখ করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যাহ্ জানিয়েছেন- পহেলা বৈশাখ সকাল ৮টা ২০ মিনিটে দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও 'এসো হে বৈশাখ' গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। পরে ধারাবাহিক ভাবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন অংশগ্রহণ করার কথা রয়েছে।
বাংলা নববর্ষ ১৪৩২ ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বি়ভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন। অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।