Advertisement


পহেলা বৈশাখ উপলক্ষ্যে মহেশখালী উপজেলা প্রশাসনের দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন


নিজস্ব প্রতিবেদক।। বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষ্যে মহেশখালী উপজেলা প্রশাসন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

শেষ মুহূর্তের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে উল্লেখ করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.  হেদায়েত উল্যাহ্ জানিয়েছেন- পহেলা বৈশাখ সকাল ৮টা ২০ মিনিটে দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও 'এসো হে বৈশাখ' গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। পরে ধারাবাহিক ভাবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন অংশগ্রহণ করার কথা রয়েছে।

বাংলা নববর্ষ ১৪৩২ ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বি়ভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন। অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।